মসনদ রক্ষায় অগ্নিপরীক্ষায় ধোনি

plyস্পোর্টস ডেস্ক ।। কয়েকদিন আগে বৃষ্টিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ ধুয়ে গেলেও ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার আশা এখনও ভেসে যায়নি মহেন্দ্র সিং ধোনি অ্যান্ড কোম্পানির! উল্টে ৩০ জানুয়ারি পারথের ওয়াকায় ইংল্যান্ডের বিরুদ্ধে তৈরি হয়ে গেল কার্যত সেমিফাইনালের মঞ্চ৷
তিন দেশের টুর্নামেন্টে বৃষ্টিতে পন্ড ম্যাচে প্রথম পয়েন্ট পেল ভারত (২ পয়েন্ট)৷ অস্ট্রেলিয়া (১৫ পয়েন্ট) ফাইনালে চলে গিয়েছে৷ সে ক্ষেত্রে ৫ পয়েন্টে দাঁড়িয়ে থাকা ইংল্যান্ডের সঙ্গে ‘ডু অর ডাই’ ম্যাচ৷

যদিও এখানেই মাথাব্যথা শেষ হচ্ছে না ধোনির৷ আর সবচেয়ে বড় মাথাব্যথা ওপেনার শিখর ধাওয়ানের ফর্ম৷ সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচেও দিল্লির ব্যাটসম্যানের অবদান মাত্র ৮ রান৷
সোমবার ম্যাচ বন্ধের সময় অন্য ওপেনার অজিঙ্ক রাহানে খেলছিলেন ২৮ রানে৷ চার নম্বরে নেমে বিরাট কোহলি ক্রিজে ছিলেন ৩ রানে৷ তবে তিন নম্বরে নেমে আবারও তেমন কিছু করতে পারেননি অম্বাতি রায়াডু (২৩)৷
বিশ্বকাপের আগে ওপেনিং স্লটটাই যেন গলার কাঁটা হয়ে উঠছে ভারতের৷ ধাওয়ানের যা ফর্ম, তাতে রোহিত শর্মা ফিট থাকলে তিনিই ওপেন করবেন রাহানের সঙ্গে৷ তবু রোহিতকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট৷ হ্যামস্ট্রিং চোটের জন্য আপাতত বিশ্রামে আছেন৷ ৮ ও ১০ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের দুটো ওয়ার্ম আপ ম্যাচই হবে রোহিতের ম্যাচ ফিট হওয়ার পরীক্ষা৷

ধাওয়ানকে নিয়ে যতই সমস্যা থাকুক, উপায় নেই দেখে তার পাশেই থাকছেন ধোনি৷ এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে বলেও দিয়েছিলেন, ‘যদি প্রত্যেকটা ম্যাচের পর সব বদলাতে যাই, তা হলে টিমে প্রচুর পরিবর্তন হবে৷ আমাদের ধৈর্য ধরতে হবে৷
আমি পরিসংখ্যানের কথা বলতে পারব না, কিন্তু আমার মনে হয়ে ওপেনাররা ভালোই খেলছে৷’ ধাওয়ানের সেই ভালোর নমুনা হল- শেষ ৩ ম্যাচে ২, ৫, ৮ রান৷ আর টেস্ট সিরিজ ধরলে শেষ ন’টা ইনিংসে একটা হাফ সেঞ্চুরি৷
ইংল্যান্ডের সঙ্গে জিততে না পারলে বিশ্বকাপের আগে আর কোনও আন্তর্জাতিক ম্যাচ পাবে না ভারত৷ সেটা আর একটা মাথাব্যথার কারণ ভারতীয় টিম ম্যানেজমেন্টের৷ কারণ ওয়ান ডে টুর্নামেন্ট শুরুর আগেই টিম ইন্ডিয়ার কোচ ডানকান ফ্লেচার বলেছিলেন, ‘এই টুর্নামেন্টটা আমাদের কাছে বিশ্বকাপের আগে সব ক’টা কম্বিনেশন দেখে নেওয়ার৷’ সে দিক থেকে দেখলে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় ভারতের পরিকল্পনা ধাক্কা খেল বৈকি!

আসলে বিশ্বকাপের আগে রবীন্দ্র জাডেজা আর ইশান্ত শর্মা কেমন কন্ডিশনে আছেন, সেটা দেখে নেওয়াই এখন বড় চ্যালেঞ্জ৷ সোমবারের ম্যাচে ইশান্ত, জাদেজাকে দু’জনকেই প্রথম এগারোয় রাখা হয়েছিল৷ যদিও তাদের ফর্ম দেখা হয়নি টিম ম্যানেজমেন্টের৷ মাত্র ১৬ ওভারেই বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়৷ টস জিতে ভারতকে আগে ব্যাট করতে পাঠান জর্জ বেইলি৷ ১৬ ওভারের মাথায় ম্যাচ বাতিলের সময় ভারতের স্কোর তখন ৬৯-২৷ ফলে ইশান্তের বোলিং বা জাদেজার অলরাউন্ড পারফরম্যান্স দেখার কোনও সম্ভাবনাই ছিল না৷
তা-ও আশা ছাড়ছেন ধোনি৷ যা জানা যাচ্ছে তাতে পারথে ফাইনালে ওঠার ম্যাচে জাদেজা, ইশান্তকে রেখেই টিম হবে৷ মঙ্গলবার অবশ্য ভারতীয় টিমের কোনও প্র্যাক্টিস সেশন ছিল না৷ এ দিন ছিল ট্র্যাভেলিং ডে৷ তবে যা শোনা যাচ্ছে টিমে আর যাই বদলের সম্ভাবনা থাকুক, জাডেজাকে খেলানো হবেই৷ ধোনি নিজে বিশ্বকাপের আগে জাডেজাকে ছন্দে দেখতে চাইছেন৷

ইশান্তকে খেলানোর কথাও শোনা গেল৷ দুই পেসারের সঙ্গে অজিদের বিরুদ্ধে সিডনিতে সিমিং অলরাউন্ডার হিসেবে রাখা হয়েছিল স্টুয়ার্ট বিনি ও স্পিনার অক্ষর প্যাটেলকে৷ ওয়াকার পেস সহায়ক উইকেটে সেই কম্বিনেশন বদলে যেতেই পারে৷ তবে পারথে খোঁজ করে জানা গেল, জাদেজা, ইশান্তদের ম্যাচ ফিট করে তোলাই এখন প্রথম লক্ষ্য ভারতের৷
অন্য দিকে ফাইনালে উঠলেও সমস্যা রয়েছে অস্ট্রেলিয়ারও৷ চোটের জন্য ফাইনালে অনিশ্চিত শেন ওয়াটসন৷ তবে অজি ম্যানেজমেন্ট এ সব নিয়ে ভাবছেই না৷ তারা সামনে তাকাচ্ছে৷ মাইকেল ক্লার্কের পর জর্জ বেইলি নন, স্টিভ স্মিথকে পুরোপুরি নেতৃত্ব দেওয়া যায় কি না তা নিয়ে খুব তাড়াতাড়ি আলোচনায় বসছেন কর্তারা৷
ভারতীয় টিমের সাবেক তারকারা অনেকেই প্রশ্ন তুলেছেন ধোনির ক্যাপ্টেনন্সি ও পারফর্ম নিয়ে। ভারতীয় পত্রিকা দৈনিক বর্তমানে প্রকাশিত একটি প্রতিবেদনে ধোনিকে নিয়ে তুমুল আলোচনা হয়।
সেখানে দলের সিনিয়র ক্রিকেটারদের বিশেষ করে গত আসরের সেরা পারফর্মার যুবরাজের বিশ্বকাপ স্কোয়াডে না থাকার জন্যও ধোনিকে দোষ দেয়া হয়।
আর সে হিসাবে ইংল্যান্ডের সাথে চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নিয়েই মাঠে নামবেন ধোনিরা। দলে থাকা ও দীর্ঘদিন হারের খড়গ এড়াতে ও ক্যাপ্টেন্সির মসনদ রক্ষায় ধোনিকে জয় এনে দিতে হবে এমনটাই দাবি ভারতের ক্রিকেট কর্মকর্তাদের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*