জাতীয় ডেস্ক ।। ভারতের পররাষ্ট্র সচিবের পদ থেকে সুজাতা সিংকে বরখাস্ত করেছে নরেন্দ্র মোদির সরকার। সুজাতা সিংয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সুব্রামানিয়াম জয়শঙ্কর। বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, বুধবার রাতে সরকারের কাছ থেকে এই অপ্রত্যাশিত ঘোষণাটি আসে।
সরকারি ঘোষণায় জানানো হয়, পররাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের মেয়াদ কাঁটছাটের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে। সুজাতা সিংয়ের ব্যাপারে মোদি সরকারের এই পদক্ষেপকে স্বাভাবিক হিসেবে বিবেচনা করা হচ্ছে না। কারণ স্বাভাবিক অবসরের আট মাস আগেই তাঁকে বরখাস্ত করা হলো।