আন্তর্জাতিক ডেস্ক ।। দম বন্ধ হয়ে একই পরিবারের ১১ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানের বেলুচিস্তানের কালী কারবালা এলাকার পিশিন জেলার একটি বাড়িতে বুধবার দিবাগত রাতে মর্মান্তিক ওই ঘটনা ঘটে।
দেশটির একজন কর কর্মকর্তা ডনকে জানান, গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে ওই বাড়ির গ্যাস জেনারেটর ভুলক্রমে চালু রেখেই ঘুমাতে যান পরিবারের সদস্যরা। এরপর গ্যাসলাইন ফের চালু হওয়ার পর অতিরিক্ত গ্যাসে দম বন্ধ হয়ে মারা যান তারা। নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। নিহত ব্যক্তিরা একই পরিবারের সদস্য।
ময়নাতদন্তের জন্য মরদেহগুলো পিশিন সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দৈনন্দিন কাজ সারতে ও বিদ্যুৎ তৈরিতে ওই এলাকার বাসিন্দারা গ্যাসের জেনারেটর ব্যবহার করে থাকেন। গৃহস্থালির কাজের জন্য জেনারেটর চালু রাখতে গ্যাস ব্যবহার করা হয়। কিন্তু বুধবার রাতে বিশেষ কারণে ওই গ্যাস সরবরাহে সমস্যা তৈরি হয়। এরপর জেনারেটর বন্ধ না করেই ঘুমিয়ে পড়েন ওই পরিবারের সদস্যরা। গ্যাস সরবরাহ পুনরায় শুরু হলে তাদের কক্ষ গ্যাসে পরিপূর্ণ হয়ে যায়। এর ফলে শ্বাস-প্রশ্বাসের অভাবে মারা যান তারা।