আন্তর্জাতিক ডেস্ক ।। নয়া একটি ভয়াবহ ভিডিওতে এবার হোয়াইট হাউসে গিয়ে খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শিরচ্ছেদের হুমকি দিল ইসলামিক জঙ্গি সংগঠন আইএস। এই ভিডিওটিতে তারা ঘোষণা করেছে আমেরিকাকেও তারা মুসলিম দেশে পরিবর্তিত করবে।
ভিডিওটিতে এক আইসিস সদস্য বলছে ”ইসলাম বিরোধীদের ভাগ্য এটাই। ওবামা, জেনে রাখুন আমরা শীঘ্রই আমেরিকা পৌঁছচ্ছি। হোয়াইটহাউসেই আমরা আপনার শিরচ্ছেদ করব আর আমেরিকাকে মুসলিম রাষ্ট্রে পরিণত করব।”
‘Bombardment of Peaceful Muslims in the City of Mosul’ নামের এই ভিডিও ফুটেজটিতে কালো কাপড়ে মুখ ঢাকা ইসলামিক জঙ্গিরা আমেরিকা, ফ্রান্স, বেলজিয়াম ও কুর্দিস্তানে সরাসরি হামলার হুমকি দিয়ে এক কুর্দ সেনার শিরচ্ছেদ করেছে।
ইউরোপের দেশগুলিতে বিভিন্ন স্থানে বিস্ফোরণের হুমকিও দেওয়া হয়েছে এই ভিডিওটির মাধ্যমে।
দ্য ইন্ডিপেন্ড্বেন্ট, ফক্স নিউজ, ডেলি মেলের মত বিভিন্ন আন্তর্জাতিক নিউজ ওয়েবসাইট ও ট্যাবলয়েডে আইসিস-এর এই হুমকি ভিডিওটির খবর প্রকাশিত হয়েছে।