দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৯ জানুয়ারী ।। চিটফান্ডদের প্রতারনায় রাজ্যের মানুষ আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি বিভিন্ন চিটফান্ড রাজ্য থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছে। প্রতারিত মানুষদের আইনি সহায়তা দিতে রাজ্য কংগ্রেস একটি সেল গঠন করেছে। এবার গোটা রাজ্যের মানুষদের সাহায্য করতে কংগ্রেস সেল সর্বত্র সহায়তার কর্মসূচী হাতে নিয়েছে। এই সংবাদ জানিয়েছেন রাজ্য প্রদেশ কংগ্রেসের যুগ্ম কার্যকরী সভাপতি আশীষ কুমার সাহা। অনেকেরই প্রশ্ন, আইনি সহায়তার পর অর্থ প্রাপ্তির সম্ভাবনা কত দূর?