দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৯ জানুয়ারী ।। অহিংস আন্দোলনের মূর্তপ্রতিক মহত্মা গান্ধীর প্রয়াণ দিবস ৩০শে জানুয়ারী। গোটা বিশ্বের বুকে বুলেটের বিরুদ্ধে দেশে শান্তির পথে আন্দোলনের মধ্য দিয়ে দেশ স্বাধীন করে পৃথিবীর মানুষের শ্রদ্ধা আদায় করেছিলেন মহত্মা গান্ধী যা আজও মক্তিকামী মানুষদের শক্তির উৎস। ৩০শে জানুয়ারী জাতির জনক তথা শান্তির দিশারী মহত্মা গান্ধীর প্রয়াণ দিবসে রাজ্যেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই মহা মানবের স্মিতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্য জুড়ে পালিত হবে ১ মিনিটের নীরবতা।