ইন্টারনেট ভূবনের ইতিহাস বদলে দিল ‘পিকে’

pkতারায়-তারায় ডেস্ক ।। তিন খানের মধ্যে আমিরই ব্যতিক্রম। হাঁক ডাক ভালোবাসেন না। নিরবে নিরবেই সকলকে সজাগ করতে ভালোবাসেন। তবে পর্দায় অনুষ্কাকে ভালোবেসে আমির রেকর্ড সংখ্যেক বিনোদনপ্রেমীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন।
অনলাইনে বিরল রেকর্ড গড়েছে পিকে। বলিউডের অন্যরা হয়তো আমিরের এ সফলতায় ঈর্ষায় জ্বলে উঠবেন। সাম্প্রতিক মুক্তি পেয়ে আমিরের ছবি ‘পিকে’। আর এই সিনেমাটি বলিউডের প্রথম ছবি যা অনলাইনে টিকিট বিক্রি করেই একশো কোটি টাকার ব্যবসা করেছে।
দেশের বৃহত্তম অনলাইন এন্টারটেইনমেন্ট টিকিট প্ল্যাটফর্ম বুকমাই শো সূত্রের খবর, ‘পিকে’ প্রথম ভারতীয় সিনেমা যা অনলাইনে ব্যবসা করেছে ১০২ কোটি। এদিকে বক্স-অফিসে পিকের লাভের অঙ্ক ছাড়িয়েছে ৬০০ কোটি টাকা। সেটি ১০০০ কোটির দিকে ধাবমান হচ্ছে।
এ ছবিটির পোস্টার মুক্তির সময় থেকেই বিতর্কের ঘেরাটোপে ‘পিকে’। সেদিক থেকে বলতে হবে অনেক বাঁধা ও মামলার টোপ পেরিয়ে এখানে এসেছে ছবিটি।
হিন্দু ধর্মের ভাবাবেগকে ক্ষুণ্ণ করা থেকে শুরু করে স্টোরি চুরির তকমা কোন বিতর্কই পিছু ছাড়েনি আমিরের। কিন্তু সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে বক্স-অফিসে এখনও পর্যন্ত সবথেকে বেশি ব্যবসা করেছে রাজকুমার হিরানীর ও ‘আমির-অনুষ্কার’‘পিকে’।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*