আন্তর্জাতিক ডেস্ক ।। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে জরিমানা করা হয়েছে ৫০ ডলার। নিজের বাড়ির সামনে জমে থাকা বরফ না সরানোর দায়ে তাকে এ জরিমানা করা হয়।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের তুষারঝড়ের আঘাতে রাস্তাঘাট ও ঘরবাড়িতে কয়েক ইঞ্চি পুরু বরফের স্তর পড়ে। সরকারি নির্দেশে নিজ নিজ বাড়ির আঙ্গিনার বরফের স্তূপ বাড়িওয়ালাকেই সরাতে বলা হয়। কিন্তু জন কেরির বোস্টনের বাড়ির বরফ না সরানোর কারণে জরিমানা গুনতে হলো।
বোস্টনে কেরির বাড়ি ‘বিকন হিল ম্যানশন’ থেকে বরফ সরাতে অপারগ হওয়ায় জন কেরিকে ৫০ ডলার জরিমানা করেছে বোস্টন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বোস্টন কর্তৃপক্ষ কেরির নামে জরিমানা দেয়ার নোটিস পাঠায়।
যুক্তরাষ্ট্রে বরফ তুষারঝড়ে যখন আঘাত করে তখন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সৌদি আরবে ছিলেন জন কেরি।
কেরির মুখপাত্র গ্লেন জনসন বোস্টন কর্তৃপক্ষকে বলেছেন, শিগগিরই জরিমানার অর্থ পরিশোধ করা হবে। বৃহস্পতিবার বিকন হিল ম্যানশন থেকে তুষার সরিয়ে নেয়া হয়েছে। তথ্যসূত্র : এনডিটিভি অনলাইন