স্পোর্টস ডেস্ক ।। বলতে হবে ভাগ্যই যেন রেগে গিয়েছে ভারতের উপর। ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপ থাকার পরেও হার এড়াতে পারছে না ভারত।
ভালো ব্যাটসম্যানরা বিশ্বকাপের আগে যে পরিচয় মেলে ধরছেন তাতে বিশ্বকাপে তারা কি করবেন এ প্রশ্ন সামনে চলে আসে। ত্রিদেশীয় সিরিজের একটি ম্যাচেও জয় পায় নি ভারত।
এর আগে বলা হয়েছিল সিরিজে টিকে থাকার ম্যাচে হয়তো প্রকিপক্ষকে হারিয়ে অসিদের সাথে চূড়ান্ত লড়াইয়ে যাবে কিন্তু এবার সেটি আর হলো না। অর্থাৎ অসিদের সাথে শিরোপা নেয়ার লড়াইয়ে লড়বে ইলিংশরা।
ম্যাচে ভারতের বোলাররা ভালোই প্রতিরোধ গড়েছিল। ২০১ রানের টার্গেট পূর্ণ করতে তাদের ৪৬ ওভার ৫ বল খেলেতে হয়েছে। উইকেট গেছে মোট ৭ টি।
তবে ইলিংশ ব্যাটসম্যানরা তেমন কোনো ঝড়ো ইনিংস খেলতে পারেন নি। দুই ব্যাটম্যানই এ রানের সিংহ ভাগে এনে দিয়েছেন। তারা হলেন জেমস টেইলর ও বাটলর।
টেইলর ৮২ ও বাটলর ৬৭ রান করেন। বিনি ও শর্মা ৩ টি করে উইকেট নেন। আর প্যাটেল ১ টি উইকেট পান।