ছোটবেলার ছবি টুইট করলেন ওবামা দম্পতি

obaআন্তর্জাতিক ডেস্ক ।। ছেলেবেলার ছবি টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা। মার্কিন প্রেসিডেন্টের স্বাস্থ্যসেবা কর্মসূচি ওবামাকেয়ারের প্রচারণার অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে হোয়াইট হাউস। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। বৃহস্পতিবার হোয়াইট হাউসের অফিসিয়াল টুইটার পেজে ওবামার ছেলেবেলার একটি ছবি প্রকাশ করা হয়।
এতে উচ্ছ্বসিত শিশু ওবামাকে সমুদ্র তীরে দেখা যায় সুইমিং কস্টিউমে। একই সঙ্গে ১৫ই ফেব্রুয়ারির আগে হেলথ ইন্স্যুরেন্স করে নেয়ার আহ্বান জানিয়ে বার্তা দেয়া হয় মার্কিনিদের প্রতি। টুইট বার্তাটি ছিল, ‘চিরকাল কেউ তরুণ আর অজেয় থাকে না। ১৫ই ফেব্রুয়ারির আগে ইন্স্যুরেন্স করিয়ে নিন’।
এদিকে ফার্স্ট লেডি মিশেল ওবামা তার অ্যাকাউন্ট থেকে নিজেই প্রচারণা চালিয়েছেন। সেই সঙ্গে শিশু বয়সের প্রাণোচ্ছ্বল একটি ছবি দিয়েছেন। ছবিতে অ্যাক্রোব্যাটিক ঢংয়ে মাথা নিচে পা ওপরে দিয়ে কসরত করছেন মিশেল। তিনি লিখেছেন, ‘এখন সুস্থ থাকার সময়।’
স্বাস্থ্য সেবা পেতে দ্বিতীয় দফায় মার্কিনিদের নাম নিবন্ধনে উৎসাহিত করতে জোর প্রচারণা চালাচ্ছে ওবামা প্রশাসন। এরই অংশ হিসেবে ছেলেবেলার ছবি পোস্ট করেছেন ওবামা দম্পতি। ৭৩ বছর বয়সী ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনও তরুণকালের একটি ছবি পোস্ট করেছেন তার টুইটার অ্যাকাউন্টে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*