সম্ভাবনা আর সমস্যা নিয়ে ত্রিপুরা বাংলাদেশের জেলাশাসকরা বসছেন আলোচনায়

ind-bdদেবজিত চক্রবর্তী, আগরতলা, ৩১ জানুয়ারী ।। কেন্দ্র থেকে UPA সরকারের বিদায়ে ভারত বাংলাদেশ সম্পর্ক আপাততঃ যে পথে এগুচ্ছে তাতে সৌহার্দের সম্পর্ককে ভিত্তি করে দুটি দেশই সম্ভাবনার নতুন নতুন ক্ষেত্র নির্ণয় করার কাজে ব্যস্ত রয়েছেন। দুই দেশের আপাততঃ অবস্থানের সুযোগকে ব্যপক পরিষরে কাজে লাগানোর অভিপ্রায়ে আগরতলায় ত্রিপুরার ৬ জেলাশাসক আর বাংলাদেশের ৪ জেলাশাসকরা গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন ২-৪ ফেব্রুয়ারী। উচ্চপর্যায়ের দুই দেশের এই আলোচনায় সীমান্ত সমস্যা নিরসনে গঠন মূলক মত বিনিময়ের পাশাপাশি ত্রিপুরা বাংলাদেশের মধ্যে ব্যবসায়ীক পরিষর বৃদ্ধির প্রসঙ্গও আলোসূচীতে থাকবে বলে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*