আরেক জাপানির ‘শিরশ্ছেদ’

isআন্তর্জাতিক ডেস্ক ।। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা তাদের হাতে বন্দি জাপানের আরো এক নাগরিক কেনজি গোতোর ‘শিরশ্ছেদের’ ভিডিও চিত্র প্রকাশ করেছে। খবর আলজাজিরা ও বিবিসির।
রবিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য প্রকাশিত ভিডিওটির সঙ্গে এর আগে আইএস জঙ্গিদের সংঘটিত অন্যান্য হত্যাকাণ্ডের ভিডিও চিত্রগুলোর মিল রয়েছে।
কেনজি গোতো (৪৭) ফ্রিল্যান্স সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাণকারী হিসেবে পরিচিত। গত বছরের অক্টোবরে তিনি সিরিয়া যান। উল্লেখ রয়েছে, ইয়োকাওয়াকে উদ্ধার করতেই তিনি দেশটিতে গিয়েছিলেন।
এর আগে গত সপ্তাহে আরেক জাপানি নাগরিক হারুণ ইয়োকাওয়ার শিরশ্ছেদ করে আইএস সদস্যরা।
এর আগে আইএস সদস্যরা জাপান সরকারের কাছে ওই দুই বন্দীকে ছাড়াতে ২০ কোটি ইউএস ডলার মুক্তিপণ দাবি করেছিল।
হত্যাকাণ্ডের পর এ ঘটনাকে ‘চরম সন্ত্রাসমূলক কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করেছে জাপান।
এ ঘটনায় প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, “জাপান সন্ত্রাসবাদের কাছে হার মানবে না এবং তিনি আইএসের বিরুদ্ধে যুদ্ধরত দেশগুলোর প্রতি সমর্থন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।”
এদিকে, গোতোর শিরশ্ছেদের ঘটনার নিন্দা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ফ্রান্সের পক্ষ থেকেও এ ঘটনার নিন্দা জানানো হয়েছে।
আইএসের অন্যান্য ভিডিওর আদলে তৈরি এই ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, তবে জাপানি কর্মকর্তারা ভিডিওটি আসল বলেই বিশ্বাস করছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*