ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

khস্পোর্টস ডেস্ক ।। বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র দু’সপ্তাহ। তার আগেই স্বাগতিক অস্ট্রেলিয়ার ঘরে উঠল একটি শিরোপা। রোববার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইংল্যান্ডকে ১১২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নশিপের মুকুট পরলো অসিরা। এ যেন বিশ্বকাপের আগে নিজেদের জন্য এল বড় এক সুসংবাদ।
ফাইনালে অসি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের হাতে একাই বিধ্বস্ত হয়েছে ইংলিশরা।
পার্থের ওয়াকা গ্রাউন্ডে শিরোপা লড়াইয়ের মুখোমুখিতে সকালে টসে জিতে স্বাগতিকদেরই ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান।
অধিনায়কের সিদ্ধান্তকে বাস্তবে পরিণত করে প্রথম ওভারের তৃতীয় বলেই অ্যারোন ফিঞ্চকে সাজঘরে ফিরিয়ে দেন জেমস অ্যান্ডারসন। শুধু তাই নয়, ৬০ রানেই অসিদের ৪ উইকেট নাই করে দিয়ে ইংলিশদের শুভ সূচনা এনে দেন অ্যান্ডারসন, মঈন আলি এবং স্ট্রুয়ার্ট ব্রডরা।
কিন্তু মিডল অর্ডারেই ইংলিশদের জন্য মূল পরীক্ষা নিয়ে হাজির হন গ্লেন ম্যাক্সওয়েল আর মিচেল মার্শ। ৫ম উইকেট জুটিতে দু’জন মিলে গড়েন ১৪১ রানের বিশাল জুটি। এই জুটির ওপর ভর করেই ইংলিশদের সামনে বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম হয় স্বাগতিক অস্ট্রেলিয়া।
৬৮ বলে ৬০ রান করে রান আউট হন মিচেল মার্শ। আক্ষেপ ম্যাক্সওয়েলের জন্য। নার্ভাস নাইনটির ঘরে গিয়ে আটকে যায় তার ইনিংস। ৯৮ বলে ৯৫ রান করে আউট হয়ে যান তিনি। মাত্র ৫ রানের জন্য বঞ্চিত হলেন শতক হাকানো থেকে। টেল এন্ডে এসে ২৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন জেমস ফকনার। শেষ পর্যন্ত ইংলিশদের সামনে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৮ রানের বিশাল এক চ্যালেঞ্জ ছুড়ে দেয় অস্ট্রেলিয়া।
জবাবে ব্যাট করতে নেমে ম্যাক্সওয়েল তোপের মুখে পড়ে ইংল্যান্ড। ব্যাট হাতে যেভাবে ইংলিশদের শাসন করেছেন, তেমনি বল হাতেও সমান বিধ্বংসী ছিলেন এই অলরাউন্ডার। তার ঘুর্ণি বোলিংয়ের সামনে মাত্র ৩৯.১ ওভারে অল উইকেট হারিয়ে ১৬৬ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন রবি বোপারা। ২৬ রান করেন মঈন আলি।
৪৬ রান দিয়ে ৪ উইকেট নেন ম্যাক্সওয়েল। মিচেল জনসন, জস হ্যাজলউড উইকেট নেন যথাক্রনে ৩টি ও ২টি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*