ডিজেলের চেয়েও সস্তা বিমানের জ্বালানি, ১১.৩ শতাংশ কমল বিমানের জ্বালানির দাম

ndনয়াদিল্লি, ১ ফেব্রুয়ারী ।। এক ধাক্কায় ১১.৩ শতাংশ কমল বিমানের জ্বালানি (এটিএফ)-র দাম। এর ফলে বিমানের জ্বালানির দাম ডিজেলের থেকেও কমে গেল। এর আগে জানুয়ারিতে দাম কমানোর ফলে বিমানের জ্বালানির দাম পেট্রোলের থেকে কমে গিয়েছিল।
জানা গেছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম গত ছয় বছরের মধ্যে সবচেয়ে বেশি পড়ে যাওয়ার প্রভাব পড়ল দেশের বাজারে। পাক্ষিক পর্যালোচনায় ডিজেল-পেট্রোলের দাম না কমলেও ভর্তুকিহীন রান্নার গ্যাস (এলপিজি)-র দাম সিলিন্ডারে ১০৩.৫ টাকা কমানো হয়েছে। ফলে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম কমে হয়েছে ৬০৫ টাকা।
তেল কোম্পানিগুলি আজ জানিয়েছে, দিল্লিতে অ্যাভিয়েশন টার্বাইন ফুয়েল (এটিএফ) বা বিমানের জ্বালানির দাম দিল্লিতে প্রতি কিলোলিটারে ৫,৯০৯.৯ টাকা অর্থাত্ ১১.২৭ শতাংশ কমে হয়েছে ৪৬,৫১৩.০২ টাকা। এর অর্থ বিমানের জ্বালানির লিটার পিছু মূল্য কমে দাঁড়াল ৪৬.৫১ টাকা, যা প্রতি লিটারে ডিজেলের দামের থেকেও কম। বর্তমানে দিল্লিতে লিটার প্রতি ডিজেলের দাম ৫১.৫২ টাকা।
এর আগে গত মাসে বিমানের জ্বালানির দাম ১২.৫ শতাংশ কমানো হয়েছিল। তখন বিমানের জ্বালানির দাম পেট্রোলের (দিল্লিতে লিটার পিছু ৫৮.৯১ টাকা) থেকে কমে গিয়েছিল।
উল্লেখ্য, গত আগস্ট থেকে নয় বার পেট্রোলের দাম কমানো হয়েছে। এক্ষেত্রে পেট্রোলের দাম লিটারে মোট ১৪.৬৯ টাকা কমেছে। অক্টোবরে দামের ওপর সরকারি নিয়ন্ত্রণ উঠে যাওয়ার পর ডিজেলের দাম কমেছে ১০.৭১ টাকা। কিন্তু গত নভেম্বর থেকে পেট্রোল ও ডিজেলে যথাক্রমে ৭.৭৫ টাকা ও ৭.৫০ টাকা শুল্ক চাপানো হয়েছে। এরই কারণে বিমানের জ্বালানির দাম পেট্রোল-ডিজেলের চেয়ে কমে গিয়েছে।এটিএফ-এ এক্সাইজ ডিউটির পরিমাণ ৮ শতাংশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*