পিকে অতীত, এবার দঙ্গল নিয়ে ব্যস্ত আমির

traতারায় তারায় ডেস্ক ।। বলিউড বক্স অফিসে ঝড় তোলা পিকে নিয়ে এখন আমির খান ভক্তরা মেতে রয়েছেন। যাকে নিয়ে ভক্তদের এত মাতামাতি সেই আমির খান কিন্তু বসে বসে হাততালি উপভোগ করছেন না। আর তিনি তো বসে থাকার মানুষও নন। নতুন করে ভক্তদের চমক দিতে তৈরি হচ্ছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।

আমির মানেই নতুন ফ্লেভার। তথাকথিত সিনেমা থেকে একটু অন্যরকম কিছুর আশা। বলতে গেলে প্রতিবারই দর্শকদের আশা পূরণ করতে পেরেছেন তিনি। শুধু সিনেমার বিষয়বস্তুই নয়, অভিনয়ের দক্ষতা দিয়েও আমির মুগ্ধ করেছেন দর্শকদের। বক্স অফিসেও আমিরের নতুন সিনেমা মানেই নতুন নজিরের সম্ভাবনা।

তার অভিনীত ছবি ব্লকব্লাস্টার আন্তর্জাতিক ভাবেও ঝড় তুলে এসেছে। মিস্টার পারফেকশনিস্ট তার পরবর্তী ছবি দঙ্গলের শ্যুটিং নিয়ে এখন ব্যস্ত। পিকের সাফল্যের পর এ কারণেই সামনেও আসেননি তিনি। কারণ নয়া লুক সকলের সামনে আগে চলে আসুক তা যে একেবারেই পছন্দ নয় আমিরের।

সূত্রের খবর, এ ছবিতে আমিরকে দেখা যাবে কুস্তিগীরের ভূমিকায়। কুস্তিগীর মহাবীর ফোগটের জীবনী নিয়ে তৈরি হয়েছে এ ছবির চিত্রনাট্য। পিকে নিয়ে চূড়ান্ত গোপনীয়তা বজায় রেখেছিল ছবির পুরো টিম। তবে এ ছবির ক্ষেত্রে আপাতত দর্শকদের কোনোরকম সাসপেন্সের মধ্যে রাখছেন না আমির।

স্ত্রী কিরণকে সঙ্গে নিয়ে দঙ্গলে তার নয়া লুকের ছবি এরই মধ্যে প্রকাশ করেছেন বলিউড তারকা। আমিরের এ নতুন লুকের সঙ্গে গজনী ছবির আমিরের লুকের বিশেষ মিল রয়েছে। অন্তত আমিরের সদ্য প্রকাশিত ছবি দেখে সেরকমই মনে হচ্ছে। যদিও আমির এ নিয়ে কিছুই বলছেন না।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*