অবশেষে মুক্ত অস্ট্রেলীয় সাংবাদিক

sngআন্তর্জাতিক ডেস্ক ।। ৪০০ দিন মিশরের জেলে বন্দি থাকার পর অবশেষে মুক্তি পেলেন আল জাজিরা চ্যানেলের বিশিষ্ট সাংবাদিক পিটার গ্রেস্ত।
শুধুই পিটার ছাড়া পেলেন, তাঁর সাথে আরো দুই সহকর্মীও বন্দি অবস্থায় রয়েছে, তাঁদের নিয়ে পিটার যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছেন বলে জানিয়েছে পিটারের ভাই অ্যান্ড্রু গ্রেস্ত৷ বর্তমানে পিটার তাঁর দেশ অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন।
উল্লেখ্য, ২০১৩-র ডিসেম্বরে কায়রোর একটি হোটেলে তল্লাশি চালিয়ে বাহের মহম্মদ ও মহম্মদ ফায়ামি এবং পিটার গ্রেস্ত-কে গ্রেফতার করা হয়৷ মুসলিম ব্রাদারহুডকে মদত দেওয়ার অভিযোগে সাংবাদিকদের গ্রেপ্তার করে মিশর সরকার।
বাহার মহম্মদ ও মহম্মদ ফায়ামি দুজনেই মিশরের নাগরিক। তবে প্রথমজনের জন্ম কানাডায়। সরকারী বিচারে তিন জনেরই দশ বছরের জেল হয়েছিল। মিশরের দীর্ঘদিনের অভিযোগ, যে কাতারে অবস্থিত সংবাদ মাধ্যম আলজাজিরা বরাবরই মুসলিম ব্রাদারহুড ঘনিষ্ঠ।
যার প্রভাব দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও স্পষ্টভাবে ধরা পড়ে। সৌদি আরব এই দুই রাষ্ট্রের অভ্যন্তরীণ সম্পর্কের উন্নতির চেষ্টা করলেও সফল হয়নি। পিটার গ্রেস্তে মুক্তি পেলেও তাঁর দুই সহকর্মীর মুক্তি এখনও অনিশ্চিত৷

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*