রবীন্দ্রভবনের হল সভায় প্রয়াত মূখ্যমন্ত্রী দশরথ দেবের জন্মশতবর্ষের আলোচনায় নেতৃবৃন্দের সতর্কিত বার্তা

rbvদেবজিত চক্রবর্তী, আগরতলা, ২ ফেব্রুয়ারী ।। সোমবার, রাজ্যের প্রয়াত কমিউনিষ্ট মূখ্যমন্ত্রী দশরথ দেবের জন্মশতবার্ষিকী পালনের মূল অনুষ্ঠান আয়োজিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। যথাযথ ভাব গাম্ভীর্য ও শ্রদ্ধার সঙ্গে প্রয়াত মূখ্যমন্ত্রীর প্রতিকৃতিতে পুস্পমালায় শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। CPI(M)-র দলীয় সভ্য সমর্থকরা মিছিল করে রবীন্দ্র ভবনের অনুষ্ঠানে যোগদান করেন। দেশীয় রাজনীতির পাল্টে যাওয়া পটভূমি, রাজ্যের সার্বিক পরিস্থিতিতে বামদলের বর্তমান থেকে আগামীর গতিমুখ, দল আর মানুষের সম্পর্ক সহ আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। পরিবর্তিত পরিস্থিতিতে CPI(M)-র গনভিত্তি ও সংঘটনের বিস্তৃতি, আন্দোলন, সংগ্রাম অধিকার নিয়ে কর্মীদের সজাগ সতর্কতার পাশাপাশি গণমুখী ভূমিকার আবেদন জানানো হয়। বক্তাদের ভাষনে প্রয়াত দশরথ দেবের জীবনাদর্শ অনুসরন করার আহ্বান জানানোর পাশাপাশি দশরথ দেবের মতো জনতারা এখনো প্রাসঙ্গিক বলে অভিমত ব্যক্ত করেন নেতৃবৃন্দ। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের হল সভায় উপস্থিত ছিলেন CPI(M) পলিটব্যূরো সদস্য তথা রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার, CPI(M) রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর, এছাড়াও বিভিন্ন সংঘটনের নেতা নেত্রীতা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*