দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২ ফেব্রুয়ারী ।। আলোচনায় ভাষনে আর বিশ্লেষনে আবার খোয়াইয়ের আমপুরার দশরথ দেব। উত্তর পূর্বের পাহাড়ী রাজ্য ত্রিপুরায় বর্তমানে বাম দল গুলোর যে অবস্থান তাঁর পেছনে কমিউনিস্ট ভাবধারার প্রচার প্রসারে যাদের অবদান অনস্বীকার্য তাঁদের মধ্যে একজন প্রয়াত প্রাক্তন মূখ্যমন্ত্রী দশরথ দেব। অবিভক্ত CPI থেকে CPI(M) দলে যোগদান, মানুষের অধিকার রক্ষার আন্দোলন, শিক্ষা বিস্তারের মতো কাজে যুক্ত থেকে দলীয় ভিত্তি মজবুত করে গেছেন। প্রয়াত মূখ্যমন্ত্রী দশরথ দেবের জন্মশতবার্ষিকী পালনের অনুষ্ঠানের অঙ্গ হিসেবে সোমবার বটতলায় মেলারমাঠ জয়নগর CPI(M) অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রয়াত দশরথ দেবের প্রতিকৃতিতে প্রস্পার্ঘ্য অর্পণ, দলীয় পতাকা উত্তোলন করা হয়। এখানে উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য রতন দাশ, জয়নগর মেলারমাঠ CPI(M) লোক্যল কমিটির সম্পাদক সুভাষ দাস সহ অন্যান্যরা।