জাতীয় ডেস্ক ।। উত্তর প্রদেশ রাজ্যের মিরাট শহরের একটি কিশোর সংশোধন কেন্দ্র থেকে রবিবার ৯১ জন কিশোর পালিয়েছে। তবে সোমবার এদের মধ্যে ১৭জনকে আটক করা হয়েছে। এদের অনেকেই হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়েছে।
জেলা পুলিশ কর্মকর্তা জিতেন্দ্র সিং জানান, রোববার রাতে কিশোরেরা সংশোধন কেন্দ্রের বিছানার চাদরগুলো জোড়া লাগায়। তারা ভবনের পেছনের দিকের একটি জানালার লোহার গ্রিল খুলে ফেলে। পরে জোড়া লাগানো বিছানার চাদরগুলো নিচে ফেলে এটা দিয়ে নেমে তিনতলা ভবনটির দেয়াল বেয়ে একের পর এক পালিয়ে যায়। ভবনটির সামনের দিকে পুলিশি পাহারা ছিল। তবে ওই জানালার কাছে কোন পুলিশি পাহারা ছিলো না।
জিতেন্দ্র সিং বলেন, ‘ আমরা পুরো জেলায় সার্চ অপারেশন শুরু করেছি। ইতিমধ্যে ১৭জনকে আটক করা হয়েছে। আশা করছি বাকীদেরও শিগগিরই আটক করা সম্ভব হবে।