স্পোর্টস ডেস্ক ।। বিশ্বকাপে মাঠে বল গড়ানোর আগেই পাক-শিবিরে দুঃসংবাদ৷ চোটের জন্য হঠাৎ বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে পড়তে হয়েছে দলের অন্যতম ভরসা এক তারকা ক্রিকেটারকে। সোমবার ফিটনেস পরীক্ষায় পাশ করতে না-পারায় নিউজিল্যান্ডের বিমানে ওঠা হচ্ছে না দলের গুরুত্বপূর্ণ এ ক্রিকেটারের।
টুইটারে পাকিস্তানি ব্যাটিং ও বোলিংয়ের ফেবরেট হাতিয়ার জুনেইদ খান নিজেই এ তথ্য জানিয়েছেন৷ বাঁ-হাতি এ পাক পেসার লিখেছেন,‘আমি হতাশ৷ ফিটনেস পরীক্ষায় পাশ করতে পারলাম না৷ হয়তো আল্লাহ এটাই চেয়েছেন৷ বিশ্বকাপে দলের সাফল্য প্রার্থনা করি৷’ জুনেইদের বদলি এখনও ঘোষণা করেনি পাকিস্তান৷
সোমবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ফিটনেস পরীক্ষা দেন জুনেইদ৷ এর আগে চোটের জন্য আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন উমর গুল৷ অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আইসিসি-র নির্বাসনে রয়েছেন পাক দলের এক নম্বর স্পিনার সইদ আজমল৷ আমিরও দলের বাইরে।
পাকিস্তান টিম যখন এমনিতেই ভালো করতে পারছে না তখন এগুলো বড় ধরণের দুঃসংবাদ হিসেবে দেখছে পাকিস্তানের মিডিয়াও।
পাকিস্তানের মিডিয়ার খবরে বলা হয়, জুনেইদের ছিটকে যাওয়া দেশের জন্য বড় একটি ধাক্কা৷ ১৫ ফেব্রুয়ারি অ্যাডিলেড ওভালে চিরশত্রু ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান৷