জাতীয় ডেস্ক ।। আম আদমি পার্টিকে ক্ষণস্থায়ী দল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রোহিণীতে নির্বাচনী জনসভায় কী বললেন মোদী, এক নজরে তা জেনে নিন-
* দয়া করে আমাকে গরিবি শেখাবেন না। আমি জন্ম থেকে দেখেছি। যারা মিথ্যা গরিবির অভিনয় করে তাদের কথায় কান দেবেন না।
* আমরা সব কলোনিকে সরকারি স্বীকৃতি দেব। দিল্লির বিদ্যুৎ ঘাটতি মেটাব আমরা। এ শহরকে ‘জেনারেটর ক্যাপিটাল’ থেকে ‘পাওয়ার জেনারেশন ক্যাপিটাল’ করব আমরা।
* ই-রিকশা চাকদের বাঁচানোটা কী আমাদের অপরাধ? কংগ্রেস বারবার অভিযোগ করে, আমরা কেন অর্ডিন্যান্স নিয়ে আসি? আনি, ই-রিকশা চালকদের আইনি রক্ষাকবচের জন্য।
* অনথিভূক্ত কলোনির নামে দিল্লির গরিব মানুষকে লুঠ করা হয়েছে। ২০২২ সালের মধ্যে সব গরিবের নিজের বাড়ি হবে।
*কঠিন কাজ করাই আমার স্বভাব। যারা সুইস ব্যাংকের অ্যাকাউন্টের নম্বর পকেটে নিয়ে ঘোরেন তারা কী জানেন ওই টাকা কাদের?
* মূল্যবৃদ্ধি নিয়ে যারা কথা বলছিলেন তাদের কাছে জানতে চাই, গতবছরের জানুয়ারি মাসে সিলিন্ডারের দাম কত ছিল? সিলিন্ডারের দাম ছিল ১২৪০ টাকা। আজ ক’টাকায় পাওয়া যায়? ৬০৫ টাকায়।
* আজ কেউ মা-ছেলের কথা শুনছে না। কংগ্রেস গত ১৫ বছরে ধরে অপশাসন চালিয়েছে। অন্য একটি দল ১ বছর। বিজেপির
কাজ সেই ১৬ বছরের অপশাসন দূর করে দিল্লিতে সুশৃঙ্খল শাসন স্থাপন করা
* দিল্লির বিকাশে একবার আমাদের সুযোগ দিন। আপনার স্বপ্ন আমার স্বপ্ন।
যখন কেউ এ দেশের দিকে তাকাবেন, তখন যেন দিল্লির দিকেই তার প্রথম নজর পড়ে। দিল্লি আমাকে ভালোবাসা ও শক্তি দিয়েছে।
* লোকসভা নির্বাচনে দিল্লি আমাদের সাতটি আসন দিয়েছে। আমাদের কর্তব্য সেই ভালোবাসা ফিরিয়ে দেয়া। দিল্লিতে সুশাসন প্রতিষ্ঠা করা।
লোকসভা নির্বাচনে আমাকে বহিরাগত বলা হয়েছিল। বলা হয়েছিল কে মোদিকে চেনে গুজরাতের বাইরে? এখন কী বলবেন সমালোচকেরা?