জাতীয় ডেস্ক ।। ভাগ্য যেন তার সাথে ছিনিমিনি খেলছে। হঠাৎ হিরো হয়েই দিন দিন যেন তার সামনে এসে হাজির হচ্ছে অশুভ শনি। এবারের দিল্লি বিধানসভা নির্বাচনে প্রার্থী পদ খারিজ করার আবেদন জানিয়ে কেজরিওয়ালকে নোটিশ পাঠাল দিল্লি হাইকোর্ট। সোমবার এই নোটিশ পাঠানো হয়েছে।
যেহেতু তিনি উত্তর প্রদেশের বাসিন্দা তাই তিনি প্রার্থী হিসেবে লড়তে পারবেন না, এমনটাই আবেদনে জানানো হয়েছে। একই সঙ্গে কমিশন, মুখ্য নির্বাচনী কর্মকর্তা ও আরও পাঁচজনকেও নোটিশ পাঠানো হয়েছে। এবিষয়ে দিল্লি হাইকোর্টে একটি মামলা করেছিলেন কংগ্রেস নেতা কিরণ ওয়ালিয়া। তার ভিত্তিতেই এই নোটিশ। এবারের নির্বাচনে কেজরির বিরুদ্ধে নিউ দিল্লি কেন্দ্র থেকে লড়ছেন ওয়ালিয়া।