স্পোর্টস ডেস্ক ।। আফ্রিকান নেশন্স কাপে দুর্বল পারফরম্যান্সের কারণে এক রেফারিকে নিষিদ্ধ করা হয়েছে ছয় মাস।
আফ্রিকান কাপে তিউনিশিয়ার বিরুদ্ধে গিনিয়ার ম্যাচে রেফারি রাজিন্দ্রপারসাদ সেখরানের দেয়া পেনাল্টির এক বিতর্ক সিদ্ধান্তের জন্য নিষিদ্ধ করা হয় তাকে।
ম্যাচে তিউনিশিয়া ২-১ গোলে হারে গিনিয়ার কাছে।