জাতীয় ডেস্ক ।। অরবিন্দ কেজরিবালের সঙ্গে হাত মিলিয়ে ভারতের আম আদমি পার্টিতে যোগ দেন দলছুট চার নেতা। আর এজন্য বিপাকে পড়লেন তারা।
কেননা এ অপরাধের কারণে কান ধরে প্রকাশ্যে ক্ষমা চাইলেন এ চার নেতা। জানা গেছে, এবারের দিল্লি বিধানসভা নির্বাচনে রবীন্দ্র তিওয়ারি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর আগে তিনি আপের সদস্য ছিলেন।
এদিন তিনি আরো তিন প্রাক্তন আপ সদস্যের সঙ্গে কেজরিবালের দলে যোগ দেয়ার জন্য ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন।
ছবি – এবিপি নিউজ