আন্তর্জাতিক ডেস্ক ।। অর্ধশতাধিক আরোহী নিয়ে তাইওয়ানের ট্রান্সএশিয়া এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের পর পরই বিধ্বস্ত অবস্থায় নদীতে নিমজ্জিত হয়েছে। এ ঘটনায় অন্তত নয় জন নিহত হয়েছেন বলে সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।
বুধবার সকালে এ ঘটনা ঘটেছে বলে সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
বিমানটিতে ৫৮ আরোহী ছিলেন যাদের অনেকেই আহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ পর্যন্ত ১৬ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তাইওয়ানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিএনএতে প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি বিমান তাইপের কেলাং নদীতে নিমজ্জিত অবস্থায় রয়েছে।
এটিআর-৭২ বিমানটি তাইপে সংশান বিমানবন্দর থেকে কিনমেন বিমানবন্দরের উদ্দেশে বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে রওনা হয়। উড্ডয়নের কিছুক্ষণ পরই তা বিধ্বস্ত হয়।
এর আগে গত জুলাইয়ে তাইওয়ানে ট্রান্সএশিয়া এয়ারওয়েজের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৪৮ জন নিহত হন।