আপডেট প্রতিনিধি, ধর্মনগর, ২০ মে || ৮ কেজি ওজনের টিউমারের সফল অস্ত্রোপচার করলো ধর্মনগরের তক্ষশিলা নার্সিং হোমের ডাঃ তপন শর্মা। জানা যায়, ধর্মনগরে এই নার্সিংহোমে এর আগেও বেশ কয়েকটি বড় বড় শল্যচিকিৎসায় দক্ষতা দেখিয়েছেন এই চিকিৎসক। জানা যায়, কৃষ্ণপুরের ৩০ বর্ষীয়া মমতা বেগম বেশ কিছুদিন ধরে তার এই সমস্যা নিয়ে ভুগছিল। সমাধানের জন্য আগরতলা, আসামের মাকুন্দা, শিলচর সহ বহু জায়গায় দেখানোর পর চিকিৎসকরা বলেছেন এই অস্ত্রোপচার জন্য চেন্নাই-বেঙ্গালুরুতে নিয়ে যেতে। কিন্তু তাদের এই আর্থিক সক্ষমতা নেই। তাই তক্ষশীলা নার্সিংহোমে চিকিৎসকের সাথে কথা বলতে গিয়েছিল এই সমস্যার সমাধান করা যায় কিনা। ডাঃ তপন শর্মা ১৭ই মে রোগীকে ভর্তি করান এবং ১৯শে মে (বৃহস্পতিবার) অস্ত্রোপচার করেন। জরায়ু এবং ডিম্বাশয় নিয়ে এই ৮ কেজি ওজনের টিউমারটি ছিল বলে জানা গেছে। সফলতার সাথে এটিকে বের করে এনে রোগীর আত্মীয় স্বজনকে দেখান চিকিৎসক। রোগী বর্তমানে সুস্থ অবস্থায় তক্ষশীলা নার্সিংহোমে রয়েছে।
উল্লেখ্য, এই চিকিৎসক দীর্ঘদিন চেন্নাই এবং পাটনাতে কাজ করে দক্ষতা দেখিয়ে নিজ উদ্যোগে ধর্মনগরের দীঘলবাগে রাজ্যের মানুষের কথা চিন্তা করে এই নার্সিংহোম শুরু করেন।