দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০৪ ফেব্রুয়ারী ।। ত্রিপুরার জিনমাস্টিকসের ইতিহাসে নিজ কৃতিত্বের নীরিখে কেউ কোনো বিশেষ শিরোনামে ভূষিত হয়েছেন বলে জানা নেই। তবে রাজ্য জিনমাস্টিকসের অতীতের সোনালী অধ্যায়ের একমাত্র যোগ্য উত্তরসূরী দীপা কর্মকার এ নিয়ে কোনো দ্বি-মত নেই। রাজ্যের সোনার মেয়ে দীপা কেরালায় চলতি ৩৫তম জাতীয় গেমসে জিনমাস্টিকসের ব্যক্তিগত বিভাগের লড়াইয়ে আবার বিজয় ধ্বজা উড়িয়ে সোনার পদক দখল করে ত্রিপুরার জন্য স্বর্ণালী অধ্যায় যুক্ত করেছে বুধবার। দীপার খবর জানতে প্রতিবেদক কেরালায় দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী এবং রাজ্যের অর্জুন পুরস্কার প্রাপ্ত জিনমাস্ট মন্টু দেবনাথের প্রতিক্রিয়া জানতে চাইলে উচ্ছসিত আনন্দ প্রকাশ করে বলেন “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-র মাধ্যমে দীপা কর্মকারের সোনার পদক জেতার সংবাদ মানুষের কাছে পৌঁছে দিতে। উল্লেখ্য দীপা কর্মকার ৩৫তম কেরালা জাতীয় গেমসে জিনমাস্টিকসের সবকটি বিভাগেই চূড়ান্ত পর্বের জন্য লড়াইয়ে অবতীর্ণ হবে।