জাতীয় ডেস্ক ।। ফের প্রেম দিবস বা ভ্যালেন্টাইন্স ডে’র আগে হিন্দু মহাসভার তরফে হুমকি দেয়া হয়েছে। দলের জাতীয় সভাপতি চন্দ্র প্রকাশ কৌশিকের তরফে জানানো হয়েছে, প্রেম দিবসের সপ্তাহে বা প্রেম দিবসের দিন যেসব ছেলে বা মেয়ে তাদের পছন্দের মানুষকে এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেম নিবেদন করবে তাদের ঠিকানা, যোগাযোগের নম্বর সংগ্রহ করে, তাদের জোর করে বিয়ে দিয়ে দেয়া হবে। এ জন্য তাদের তরফে নজরদারিও শুরু হয়ে গেছে। দিল্লি ও তার আশপাশের এলাকার বাসিন্দাদের ব্যবহৃত সোশ্যাল মিডিয়ার ওপর নজরদারি চালানোর জন্য আটটি দলও গঠন করা হয়েছে। হিন্দু মহাসভা দলের প্রতিনিধিরা মনে করেন, ভ্যালেন্টাইন্স ডে বা প্রেম দিবসের দিন ভালোবাসা নিবেদন পশ্চিমা দুনিয়ার ঐতিহ্যকেই অনুসরণ করা হবে, যা ভারতীয় সংস্কৃতিকে অসম্মান করার সামিল। সেজন্যই প্রেম দিবসের দিন যারা ফেসবুক, টুইটার, ওয়াটসঅ্যাপ যেখানেই প্রেম নিবেদন করবে সেখান থেকেই তাদের ঠিকানা বের করে তাদের বিয়ে দিয়ে দেয়া হবে। এর আগে দলের পক্ষ থেকে বলা হয়েছিল, ওই বিশেষ দিনে যে প্রেমিক যুগল প্রকাশ্যে প্রেম নিবেদন করবে তাদের নানা ধরনের শাস্তি দেয়া হবে। অনেক হিন্দু প্রেমিক যুগলকে জোর করে আর্য সমাজের নিয়ম অনুযায়ী বিয়ে দিয়ে দেয়া হবে। এতদিন দলের প্রতিনিধিদের লক্ষ্য ছিল, প্রকাশ্য স্থানে যেসব যুগল রয়েছে তারা এখন নজরদারিতে চলে এসেছে সোশ্যাল মিডিয়াও। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে নজরদারি। এ বিষয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন, কারোর ব্যক্তিগত জীবনে যদি কোনো তৃতীয় ব্যক্তি বা প্রতিষ্ঠান হস্তক্ষেপ করে তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে তারাও এ বিষয় কঠোর পদক্ষেপ নেবেন।