আইএসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা জর্ডানের

drnআন্তর্জাতিক ডেস্ক ।। ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে জর্ডান।
পাইলট মোয়াজ আল-কাসাসবাহকে আইএস জঙ্গিরা পুড়িয়ে হত্যা করার জবাবে আল-কায়েদা সংশিষ্ট দুই জঙ্গিকে ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের পর বুধবার কঠোর ওই পদক্ষেপের কথা জানান জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ।
দেশটির প্রথম সারির সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বাদশাহ আবদুল্লাহ বলেছেন, আইএসের সদস্য যেখানেই থাকবে সেখানেই যুদ্ধ করা হবে।
মোয়াজ আল-কাসাসবাহের রক্ত বৃথা যেতে দেবেন না বলেও তিনি উল্লেখ করেন। জর্ডানের এই তৎপরতায় যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি।
এর আগে পাইলটের মৃত্যুর ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে দুইজন সাজাপ্রাপ্ত জিহাদির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আইএস নিয়ে জর্ডানে টালমাটাল অবস্থায় যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন বাদশাহ আবদুল্লাহ।
এদিকে মার্কিন একজন কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন, ডিসেম্বরে ইসলামিকে স্টেটের বিরুদ্ধে বিমান হামলা চালানোর জন্য মার্কিন নেতৃত্বাধীন যে জোট বাহিনী গঠন করা হয়েছিল সেখান থেকে নিজেদের সম্পৃক্তরা স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। কাসাসবাহ আইএস জঙ্গিদের হাতে ধরা পরার পর এই সিদ্ধান্ত নেই দেশটি।
তথ্যসূত্র : বিবিসি, আলজাজিরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*