ন্যু-ক্যাম্পের নাম পরিবর্তন হচ্ছে

spস্পোর্টস ডেস্ক ।। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্প। ৯৩ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন ইউরোপের অন্যতম বৃহৎ এই স্টেডিয়ামের নাম পরিবর্তন হতে পারে। যেখানে ন্যু ক্যাম্পের সাথে যোগ হতে পারে বার্সেলোনার স্পন্সরশিপ প্রতিষ্ঠান ‘কাতার এয়ারওয়েজ’ এর নাম।

বার্সেলোনার জার্সির পেছনে আগে লেখা ছিল কাতার ফাউন্ডেশন। এখন তা কাতার এয়ারওয়েজ নামে এসেছে জার্সির সামনের দিকে। আর সামনে থাকা ইউনিসেফ চলে গেছে পেছনে। এবার বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পের সাথে যোগ হতে চলেছে কাতার এয়ারও্য়েজ নামটি।

আগামী ২০১৬ সালে বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের চুক্তির মেয়াদ শেষ হবে কাতার এয়ারওয়েজের। তার আগেই নতুন চুক্তিতে ন্যু ক্যাম্পের নতুন নামকরণ বিষয়টি থাকতে পারে বলে জোর দিয়েই বলা হয়েছে স্পন্সরশিপ প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

কাতার এয়ারওয়েজের সিইও আকবর আল বাকের বলেছেন, ‘সবই সম্ভব হতে পারে আমাদের কোম্পানির জন্য। আমরা নতুন বিস্ময়ই দেখাতে যাচ্ছি, ন্যু ক্যাম্পের সাথে যোগ হতে পারে কোন কিছু’। সংবাদ সম্মেলনে তিনি আর বলেন, ‘কাতার এয়ারওয়েজ ও বার্সেলোনার গুরুত্ব সমান। এটা সম্ভব যে আমাদের নাম যুক্ত হতে যাচ্ছে ন্যু ক্যাম্পের সাথে’।

বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট হ্যাভিয়ের ফাউস অনেকটাই নিশ্চিত করেছেন যে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষই আলোচনায় বসার অপেক্ষায়। তিনি কাতার এয়ারজের কৃতজ্ঞতা স্বীকার করে বলেছেন, ‘কাতার এয়ারওয়েজের সাথে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। তাদের সাথে কোন সমস্যাই নেই।

আশা করি তাদের সাথে আমাদের যৌথ প্রয়াস আরও অনেক বছর টিকে থাকবে। নতুন চুক্তি নিয়ে খুব দ্রুতই বসব আমরা। চূড়ান্ত সিদ্ধান্ত হবে এ বছরই’।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*