এবার ভারতের স্বরাষ্ট্র সচিবকে ‘বরখাস্ত’

anজাতীয় ডেস্ক ।। পশ্চিমবঙ্গের বহুল আলোচিত সারদা কেলেঙ্কারির তদন্তে নাক গলানোয় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব পদ থেকে সরিয়ে দেওয়া হল অনিল গোস্বামীকে। অভিযোগ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাতঙ্গ সিংহের গ্রেফতারি রুখতে সিবিআইয়ের তদন্তকারী অফিসারদের ফোন করে চাপ তৈরির চেষ্টা করেছিলেন তিনি। এর ফলে অনিল গোস্বামীর স্থানে স্বরাষ্ট্রসচিব হলেন এলসি গোয়েল। তিনি ১৯৭৭ সালে কেরালা ব্যাচের আইএস ক্যাডার ছিলেন।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের কাছে আজ সিবিআই অফিসারদের ফোন করার কথা স্বীকারও করেছেন অনিল। রাজনাথ প্রধানমন্ত্রী মোদিকে সে কথা জানানোর পর প্রধানমন্ত্রীর দফতরে তলব করা হয় অনিল গোস্বামীকে। তার পরেই তাকে সরে যেতে বলা হয়। আর কোনও উপায় না থাকায় পদত্যাগ করেন বিগত কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জামানায় নিযুক্ত হওয়া এই আমলা। সিবিআইয়ের তরফে গোটা বিষয়টি আগেই ভারতের প্রধানমন্ত্রীর দফতরে রিপোর্ট পাঠানো হয়েছিল।

পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে সারদা কেলেঙ্কারিকে অন্যতম হাতিয়ার করছে বিজেপি। সেই সারদা কেলেঙ্কারির সঙ্গে কেন্দ্রের কোনও আমলার নাম জড়িয়ে যাওয়ার পরেও তাকে পদে রেখে দেওয়ার ঝুঁকি যে মোদি সরকার নেবে না, গত কালই তা স্পষ্ট হয়ে গিয়েছিল। গত কাল রাজনাথ তার অফিসারদের থেকে বিষয়টি জানতে পেরে মন্তব্য করেছিলেন, দুর্নীতিতে নাম জড়ালে কাউকেই আড়াল করা হবে না। দিল্লির ভোটের মুখে কেন্দ্রীয় সরকার প্রশাসনিক দৃঢ়তার পরিচয় দেওয়ায় ভোটযন্ত্রেও তার ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন বিজেপির নেতারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*