আন্তর্জাতিক ডেস্ক ।। তাইওয়ানের রাজধানী তাইপের একটি নদীতে বিধ্বস্ত ট্রান্সএশিয়ার বিমানের ৩১ আরোহীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো ১২ জন নিখোঁজ রয়েছেন। খবর রয়টার্স ও বিবিসির।
ইতোমধ্যেই ক্রেনের সাহায্যে অগভীর পানি থেকে বিমানটির ধ্বংসাবশেষের কিছু অংশ উদ্ধার করা হয়েছে।
তাইওয়ানের বেসামরিক বিমান চলাচল বিভাগ জানায়, ওই দুর্ঘটনায় বিমানটির চালক ও সহকারী চালক নিহত হয়েছেন। এ পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এর আগে বুধবার সকালে উড্ডয়নের কিছুক্ষণ পরই তাইওয়ানের রাজধানী তাইপের কিলুং নদীতে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি এ সময় নদীতে জরুরি অবতরণের চেষ্টা করছিল।
একজন ট্যাক্সি ড্রাইভার বিমানটির বিধ্বস্ত হওয়ার নাটকীয় দৃশ্য ধারণ করেন। তবে তিনি আহত হন।