তাইওয়ানে বিমান বিধ্বস্ত: লাশ উদ্ধার ৩১ যাত্রীর

plnআন্তর্জাতিক ডেস্ক ।। তাইওয়ানের রাজধানী তাইপের একটি নদীতে বিধ্বস্ত ট্রান্সএশিয়ার বিমানের ৩১ আরোহীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো ১২ জন নিখোঁজ রয়েছেন। খবর রয়টার্স ও বিবিসির।
ইতোমধ্যেই ক্রেনের সাহায্যে অগভীর পানি থেকে বিমানটির ধ্বংসাবশেষের কিছু অংশ উদ্ধার করা হয়েছে।
তাইওয়ানের বেসামরিক বিমান চলাচল বিভাগ জানায়, ওই দুর্ঘটনায় বিমানটির চালক ও সহকারী চালক নিহত হয়েছেন। এ পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এর আগে বুধবার সকালে উড্ডয়নের কিছুক্ষণ পরই তাইওয়ানের রাজধানী তাইপের কিলুং নদীতে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি এ সময় নদীতে জরুরি অবতরণের চেষ্টা করছিল।
একজন ট্যাক্সি ড্রাইভার বিমানটির বিধ্বস্ত হওয়ার নাটকীয় দৃশ্য ধারণ করেন। তবে তিনি আহত হন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*