৩৫তম জাতীয় গেমসের আসরে দীপার বিজয় রথ অব্যাহত

dipaদেবজিত চক্রবর্তী, আগরতলা, ০৫ ফেব্রুয়ারী ।। কেরালায় আয়োজিত ৩৫তম জাতীয় গেমসের তৃতীয় দিনে রাজ্যের তথা ভারতবর্ষের এক নম্বর মহিলা জিনমাস্টি আর্টিস্টিক জিনমাস্টিকসের ব্যক্তিগত পর্যায়ের সোনা দখল করেছিলেন। বৃহস্পতিবার, সোনা জয়ের ধারা অব্যাহত রেখে আরও দুটি সোনার পদক দখলের মধ্য দিয়ে বিগত গেমসে স্বর্নালী অধ্যায়ের সৃষ্টি করতে যাচ্ছেন বলে প্রত্যাশা খেলা প্রেমী ত্রিপুরাবাসী। গেমসের চতুর্থ দিনে দীপা কর্মকার তার প্রিয় ইভেন্ট ভল্টিং টেবিলে অনায়াসে স্বর্ণপদক দখল করেছেন, পাশাপাশি আনইভেন বারে চূড়ান্ত দক্ষতা প্রদর্শন করে রাজ্যের জন্য তৃতীয় সোনার পদকটি এনে দিয়েছে। দীপার এই সাফল্যে কেরালায় উপস্থিত রাজ্য জিনমাস্টিকসের কোচ এবং কর্মকর্তারা আশা করছেন এবারেও দীপা কর্মকার নতুন ইতিহাস সৃষ্টি করবেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*