নিলামে উঠছে সাদ্দামের ফাঁসির দড়ি

driআন্তর্জাতিক ডেস্ক ।। ফাঁসির দড়ি যে কারো কাছে এক বিভীষিকার নাম। আবার কারো কারো বাতিক আছে খুব বিখ্যাত কারো কারো ফাঁসির দড়ি নিজের সংগ্রহে রাখার। তাদের জন্য সুখবর, ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝোলানোর সময় যে দড়ি ব্যবহার করা হয়েছিল সেটি এখন নিলামে উঠতে যাচ্ছে।

এরই মধ্যে এটি বেশকিছু নিলামকারীর দৃষ্টি আকর্ষণ করেছে। লন্ডনভিত্তিক আল আরাবি আল জাদিদ নামের এক ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান, ইসরায়েল এবং কুয়েতের নিলামকারীরা এ ভয়াবহ স্যুভেনির নিজেদের করে পেতে রীতিমতো প্রতিযোগিতায় নামতে চলেছে।

সাদ্দামের সেই ফাঁসির দড়িটি বর্তমানে ইরাকের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মওয়াফাক আল রুবাইয়ের কাছে আছে। ২০১৩ সালে তোলা এক ছবিতে দেখা যায়, আল রুবাই তার নিজ বাসভবনের একটি রুমে সাবেক প্রেসিডেন্টের ব্রোঞ্জের একটি মূর্তিতে দড়িটি জড়িয়ে রেখেছেন।

ইরাকের জ্যেষ্ঠ এক রাজনীতিক জানান, আল রুবাইয়ের ছবিটি প্রকাশের পর দড়িটিকে ঘিরে অনেকের আগ্রহ তৈরি হয়। আর তাতেই সেটি নিলামে তোলার চিন্তাভাবনা করা হয়। নিলামকারীদের মধ্যে কুয়েতের দুজন ব্যবসায়ী, ইরানের একটি ধর্মীয় সংগঠন এবং ইসরায়েলের একটি ধনী পরিবার রয়েছে।

নিলামে দড়িটির মূল্য হাঁকা হয়েছে ৭০ লাখ ডলার। তবে আল রুবাই এ নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে মানবাধিকার কর্মীরা এ ধরনের নিলামের সমালোচনা করেছেন।

২০১৩ সালের এপ্রিলে আল রুবাই দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেয়া সাক্ষাৎকারে বলেন, সাদ্দাম হোসেনের শাসনামলের স্মৃতিগুলো নিয়ে জাদুঘর তৈরি না হওয়া পর্যন্ত তিনি ওই মূর্তি এবং দড়িটি নিজের কাছে রেখে দেবেন। সূত্র : বিবিসি

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*