মাটি খুঁড়ে ৮ কেজি সোনা উদ্ধার

goldআন্তর্জাতিক ডেস্ক ।। মাটি খুঁড়ে আট কেজি ওজনের সোনার দলা উদ্ধার করেছেন একজন চীনা নাগরিক। তিনি চীনের পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং প্রদেশে পশুপালন করেন। 
উদ্ধারকৃত সোনা দলাটির ওজন প্রায় পৌনে আট কেজি। সম্প্রতি দেশটির বার্তা সংস্থা সিনহুয়া এই তথ্য জানিয়েছে।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আলটের কিনঘে কাউন্টির পশুপালক বেরেক সোউট এই সোনার চাকাটি আবিষ্কার করেন।
এটির ওজন ১৭ পাউন্ড (৭.৮৫ কেজি)। সোনার চাকাটির ৮০ ভাগই খাঁটি (সাধারণত সোনার চাকাগুলো ৮০ থেকে ৯০ শতাংশ খাঁটি হয়)।
২৩ সেন্টিমিটার দৈর্ঘ্য ও ১৮ সেন্টিমিটার প্রস্থের ঐ স্বর্ণের চাকাটির দাম মূল্য প্রায় দুই লাখ ৫৫ হাজার ৩১৩ মর্কিন ডলার।
এর আগে ২০১০ সালে আলটেতেই ১.৮৪ কেজি ওজনের স্বর্ণের চাকা আবিষ্কৃত হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*