আন্তর্জাতিক ডেস্ক ।। ভারতের ধর্মীয় অসহিষ্ণুতা মহাত্মা গান্ধীর আদর্শকে আঘাত করবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
সেইসঙ্গেই ধর্ম কীভাবে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ও সাম্প্রতিককালে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।
টানা ২৫ মিনিটের বক্তৃতায় মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেন, “ভারত অসাধারণ সুন্দর একটি দেশ। দারুণ বৈচিত্রপূর্ণ। কিন্তু এমন একটি দেশেই বারবার এক ধর্মের মানুষ আক্রান্ত হয়েছেন অন্য ধর্মের মানুষের হাতে।”
অন্যদিকে, ওবামা বলেন, “এই ধরণের ধর্মীয় অসহিষ্ণুতা দেখে গান্ধীজী আহত হতেন। উনি দেশের মানুষকে এইসব থেকে মুক্ত করতে চেয়েছিলেন। দেশ কোনো বিশেষ ধর্মের বা গোষ্ঠীর নয়। সব ধর্মের মানুষের মধ্যেই অন্য ধর্মের প্রতি অসহিষ্ণুতা দেখা যায় যা আমাদের নিজেদের প্রতি বিশ্বাসকে ক্ষুণ্ন করে।
বিশ্বাস আমাদের সত্পথে চালিত করে। অন্ধ ধর্মীয় বিশ্বাস আমাদের ভুল কাজের প্ররোচনা দেয়। পাকিস্তানের স্কুল থেকে প্যারিসের রাজপথ, আমরা দেখেছি সন্ত্রাস। সেইসব মানুষদের সন্ত্রাস যারা নিজেদের ধার্মিক বলে দাবি করে। কিন্তু ধর্মই তাদের মনুষ্যত্ব থেকে বিচ্যুত করছে।”
ন্যাশনাল ব্রেকফাস্ট প্রেয়ারে উপস্থিত ছিলেন দালাই লামাও।