রণক্ষেত্র ফুটবল স্টেডিয়াম

stdস্পোর্টস ডেস্ক ।। আফ্রিকা নেশন্স কাপের দ্বিতীয় সেমি-ফাইনালে ঘানার প্রতিপক্ষ ছিল স্বাগতিক ইকুটোরিয়াল গিনি। এতে ৩-০ গোলে সফরকারী ঘানা জিতলেও রণক্ষেত্রের মধ্য দিয়ে শেষ হয় বৃহস্পতিবারের এই ম্যাচটি।

গিনির মালাবোতে আফ্রিকা কাপের সেমি-ফাইনালের এ ম্যাচে জর্ডান আয়ুই ও মুবারক ওয়াকাসোর ২-০ গোলে এগিয়ে যায় ঘানা। প্রথমার্ধের শেষেই বিশৃঙ্খলার সূত্রপাত শুরু। পুলিশি পাহারায় মাঠ ছাড়ে উভয় দল।
দ্বিতীয়ার্ধে অ্যান্দ্রে আয়ুই ৭৫ মিনিটে ঘানার পক্ষে তৃতীয় গোলটি করেন। এরপর খেলা শেষ হওয়ার আট মিনিট বাকি থাকতে ঘানার সমর্থকদের ওপর হামলা চালায় গিনির সমর্থকরা। তারা ঘানার সমর্থকদের লক্ষ্য করে বোতল এমনকি চেয়ার ছুড়তে থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও হেলিকপ্টার ব্যবহার করে। সৃষ্ট এ পরিস্থিতির জন্য খেলা বন্ধ করে দেয়া হয়। পরে আয়োজকরা বৈঠক করে ৩০ মিনিট পর পুনরায় খেলা শুরু করেন। অবশ্য খেলা শুরুর তিনি মিনিট পরেই ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষ হলে ম্যাচ নিষ্পত্তি হয়ে যায়।
আফ্রিকা কাপের ফাইনালে আইভরি কোস্টের মুখোমুখি হবে ঘানা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*