জাতীয় গেমসে দীপা কর্মকারের ইতিহাস – আবার দখল ৫টি সোনা

Dipaদেবজিত চক্রবর্তী, আগরতলা, ০৬ ফেব্রুয়ারী ।। শুক্রবার ভারতীয় খেলাধুলায় নয়া ইতিহাস সৃষ্টির জন্য দীপা কর্মকারের সাফল্যের সংবাদে ক্রীড়া প্রেমী মানুষদের মধ্যে আনন্দের বাতাবরন নিয়ে এসেছে। কেরালায় আয়োজিত ৩৫তম জাতীয় গেমসে মহিলাদের জিনমাস্টিকস প্রতিযোগীতায় দীপা বিগত গেমসের মত আবার পাঁচ পাচটি সোনা দখল করে অনন্য কীর্তি স্থাপন করেছেন। দীপার পর পর দুটো জাতীয় গেমসে পাঁচটি সোনা দখলের ঘটনায় ইতিহাসের পাতা উল্টে দেখা হচ্ছে এই ইতিহাস এদেশে আর কারো রয়েছে কিনা। কেরালা থেকে অর্জুন পদক প্রাপ্ত মন্টু দেবনাথ এই প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় উত্তেজনায় কাঁপছিলেন, শ্রী দেবনাথ বলেছেন It is a great achievement for Dipa and Tripura.

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*