আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জুলাই || ত্রিপুরা ক্রীড়া পর্ষদের বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয় মঙ্গলবার। এদিন আগরতলার এন.এস.আর.সি.সি’তে আয়োজিত এই বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন তিনি এই সভায় উপস্থিত থেকে ত্রিপুরা ক্রীড়া পর্ষদের গৌরবোজ্জ্বল কর্মকান্ডকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিস্তারিত আলোচনা করেন। সভায় ক্রীড়া পর্ষদের কাজের সাফল্য, সমস্যা এবং বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতির পর্যালোচনা করা হয়।
এদিন ক্রীড়ামন্ত্রী বলেন, ‘আমাদের ত্রিপুরা রাজ্যে ক্রীড়া ক্ষেত্রের পরিচালনা ও বিস্তারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে ত্রিপুরা ক্রীড়া পর্ষদ। রাজ্যের ক্রীড়া অনুরাগী, ক্রীড়াবিদ ও প্রশাসকদের নিয়ে গঠিত এই ত্রিপুরা ক্রীড়া পর্ষদের অন্তর্ভুক্ত রয়েছে মোট ৩২টি রাজ্য ক্রীড়া সংস্থা। এদের কাজ হচ্ছে নিজ নিজ ক্ষেত্রে ক্রীড়ার উন্নতি সাধন করা। তিনি বলেন, রাজ্য স্তরের আসর সংগঠন ও জাতীয় স্তরের আসরে অংশগ্রহণের জন্য এই সংস্থাগুলো ত্রিপুরা ক্রীড়া পর্ষদ থেকে সময়ে সময়ে প্রয়োজনীয় আর্থিক সাহায্য পেয়ে থাকে।