আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জুলাই || প্রয়াত হলেন রাজ্য পুলিসের উজ্জ্বল নক্ষত্র রঙ্গ মোহন রায়। মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তিনি। তিনি কর্ম জীবনে রঙ্গ দারোগা হিসাবেই পরিচিতি লাভ করেছিলেন। সত্তরের দশকের গোড়ার দিক থেকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব প্রতিপালন করে গেছেন রঙ্গ দারোগা। জানা যায়, মঙ্গলবার ভোর ৫টা ৪৫ মিনিটে রাজধানীর হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন তিনি। ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে, আত্মীয় পরিজন সহ অসংখ্য গুনমুগ্ধদের রেখে গেছেন তিনি। উনার এক ছেলে বিশিষ্ট চিকিৎসক সুশান্ত রায়। রঙ্গমোহন রায়ের প্রয়াণের খবর পেয়ে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রয়াণে পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং শোক জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী।