আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জুলাই || ভোট চাইতে ত্রিপুরা সফরে এসেছেন এনডিএ মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার সকালে ঘণ্টাখানেকের ঝটিকা সফরে রাজ্যে এলেন তিনি। তাঁর সাথে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল এবং সাংসদ সম্বিত পাত্রা। এদিন আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দরে উনাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন উপস্থিত সকলেই।
এরপর তিনি সোজা চলে আসেন একটি বেসরকারি হোটেলে। সেখানে বিজেপি-আইপিএফটি জোট সরকারের মন্ত্রী এবং বিধায়কগণ তাঁকে অভিনন্দন জানান। হোটেলে রুদ্ধদ্বার বৈঠকে নির্বাচনে সমর্থন চেয়ে তিনি আলোচনা করেছেন। এখানে সকলের সহযোগিতা চেয়েছেন এনডিএ মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। বৈঠক শেষে ফিরে যাওয়ার পথে দ্রৌপদী জানিয়েছেন, ত্রিপুরায় এসে ভীষণ ভালো লেগেছে।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ, রাজস্বমন্ত্রী তথা আইপিএফটির সুপ্রিমো এনসি দেববর্মা, তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী রামপ্রসাদ পাল, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী এবং সাংসদ সম্বিত পাত্রা।