প্রেমিকার উপহার কিনতে গিয়ে ঠাঁই হলো কারাগারে

vlnজাতীয় ডেস্ক ।। খুব আনন্দেই প্রেমিকার জন্য উপহার কিনতে গিয়েছিলেন যুবকটি। কিন্তু সেই আনন্দ বিলীন হয়ে গেল। ঠাঁই হলো কারাগারে।
ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রেমিকার জন্য দামি উপহার কিনতে গিয়েছিলেন এক যুবক। তার নাম শৈলেন্দ্র পরিহার। ভারতের জয়পুর নিবাসী শৈলেন্দ্র সেনাবাহিনীর পরীক্ষার ভুয়া প্রার্থী হতে গিয়ে গ্রেপ্তার হন তিনি।
ফেব্রুয়ারি মাস, চলছে ‘প্রেমের সপ্তাহ’। কোনোদিন প্রোপোজ ডে, রোজ ডে, চকোলেট ডে’র ছড়াছড়ির মধ্যে ভ্যালেন্টাইন্স ডে-ও রয়েছে। যেদিন সব প্রেমিক তার প্রেমিকাকে ইমপ্রেস করতে কোনো উপহার দিয়ে থাকে। আজকের দিনে উপহারের মানসিকতা নয়, দাম দিয়েই তার মূল্য নির্বাচন করা হয়ে থাকে। তারই মূল্য দিতে হলো শৈলেন্দ্রকে।

পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের ফারুখাবাদ নিবাসী মনু পাল নামে এক ব্যক্তির জায়গায় প্রক্সি দিতে গিয়েই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। বরেলির পুলিশ সুপার রাজীব মালহোত্রা জানান, মনু পাল কানের সমস্যায় ভুগছিলেন। এ কারণে তার সেনাবাহিনীতে জয়েনিং ডেট পিছিয়ে দেয়া হয়।
তাকে বলা হয়, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তার দ্বিতীয়বার শারীরিক পরীক্ষা হবে। তার মধ্যে কানের চিকিত্সা করিয়ে আসতে হবে। তিনি যদি পরীক্ষায় পাস না করতে পারেন তবে তাকে বাদ দেয়া হবে। চিকিত্সা তো চলছিলই কিন্তু সঙ্গে ভয়ও ছিল মনুর। যেনতেন পরীক্ষায় পাস করতে সে ভুয়া প্রার্থী খুঁজছিল।

এদিকে প্রেমিকাকে উপহার হিসেবে মোবাইল দেয়ার মতো টাকা না থাকায় শৈলেন্দ্রও হতাশ ছিল। সে সময় বরেলিতে তার বন্ধু ফোন করে মনুর প্রক্সি হয়ে সেনাবাহিনীর পরীক্ষায় যাওয়ার প্রস্তাব দেয়।
৫ হাজার টাকার বিনিময়ে সে যেতেও রাজি হয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। সেনা হাসপাতালে পৌঁছানোর পর স্বাক্ষর না মেলায় প্রথম সন্দেহ হয় আধিকারিকদের। তারপর বায়োমেট্রিক যন্ত্রে পরীক্ষার পর কর্তৃপক্ষ বুঝতে পারে শৈলেন্দ্র ভুয়া প্রার্থী। এরপর পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে শৈলেন্দ্রকে জেরা করে সব তথ্য জানতে পারে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*