পাকিস্তানকে সতর্ক করল ভারতীয় খেলোয়াড়রা

spস্পোর্টস ডেস্ক ।। পাকিস্তানের সাবেক ও দলের তারকারা অনেকেই ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে অনেক কথা বলেছেন। এত দিন চুপ ছিলো ভারত। তবে এবার মুখ খুললেল ভারতীয় অধিনায়ক, ওপেনারসহ অনেকেই। আর তারা পাকিস্তানকে বেশ সতর্ক করে দিয়েছেন।
তবে ভারতীয় দলের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মারা পাকিস্তানের মত হাঁকডাক ছাড়েন নি। তারা বেশ কৌশল নিয়ে কথা বলেছেন । ধোনি বলেছেন, আমরা আমাদের স্বাভাকিব খেলা খেলে যাব। কোনো ধরনের চাপ নিব না। অন্যান্য দেশের সাথে আমরা যে মন-মানসিকতা নিয়ে খেলি পাকিস্তানের বিরুদ্ধেও আমরা সেভাবে খেলব।

চাপে থাকলে দল ভাল করতে পারেন না বলেও জানান ধোনি। দলের প্রস্তুতি ভালোভাবেই সারছে বলেও জানান তিনি। অন্যদিকে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে আগে কোন দিন না-জেতায় ম্যাচে চাপে পাকিস্তান বলেও জানান ভারতীয় ওপেনার রোহিত শর্মা৷
শনিবার অ্যাডিলেডে ভারতীয় দলের ওপেন সাংবাদিক সেশনে রোহিত বলেন, প্রথম ম্যাচে আমাদের থেকে পাকিস্তান বেশি চাপে থাকবে৷ সুতরাং আমরা এগিয়ে থেকে শুরু করব৷ এদিন অ্যাডিলেডে ফিটনেস পরীক্ষায় পাশ করার পর প্রথমবার বিশ্বকাপে খেলার হাতছানি মুম্বইয়ের তারকা ব্যাটসম্যানের সামনে৷

১৫ ফেব্রুয়ারি অ্যাডিলেড ওভালে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে গতবারের চ্যাম্পিয়ন ভারত৷ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন রোহিত৷ তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে লড়াইটা সব সময়ই কঠিন চ্যালেঞ্জ৷ কিন্তু ভারত-পাক ম্যাচ ছাড়াও আমরা এটাকে অন্য ভাবে নেব৷ বিশ্বকাপের প্রথম ম্যাচটা যে কোনও দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

রোহিত বলেন, ২০০৩-এ সেঞ্চুরিয়নে পাকিস্তানের বিরুদ্ধে শচীন ভাইয়ের অসাধারণ ব্যাটিং দেখেছিলাম৷ আর এবার মাঠে নেমে খেলব। উল্লেখ্য, ভারতের সাবেক ক্রিকেটার আজহার মাহমুদ, সুনীল গাভাস্কারও ভারতকে স্বাভাবিক খেলা খেলার পরামর্শ দিয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*