প্রিয় মানুষটিকে লাল গোলাপে প্রেম নিবেদন

rose1আগরতলা, ০৮ ফেব্রুয়ারী ।। ফেব্রুয়ারি মাস, চলছে ‘প্রেমের সপ্তাহ’। কোনোদিন প্রোপোজ ডে, রোজ ডে, চকোলেট ডে’র ছড়াছড়ির মধ্যে ভ্যালেন্টাইন্স ডে-ও রয়েছে। যেদিন সব প্রেমিক তার প্রেমিকাকে ইমপ্রেস করতে কোনো উপহার দিয়ে থাকে। আর এই উপহার গুলোতে থাকে তাদের খাঁটি ভালোবাসার ছোঁয়া। আজকের দিনে উপহারের মানসিকতা নয়, দাম দিয়েই তার মূল্য নির্বাচন করা হয়ে থাকে। ০৭ ফেব্রুয়ারী, শনিবার ছিল রোজ ডে।
roseযুগ যুগ ধরেই ভালোবাসা প্রকাশ করার অন্যতম একটি মাধ্যম হলো লাল গোলাপ। লাল গোলাপ ছাড়া যেনো সব উপহারই মলিন রয়ে যায়। আর তাই রোজ ডে তে ফুলের দোকানগুলো জুড়ে থাকে ফুলের রমরমা ব্যবসা। এই রোজ ডে তে প্রিয় মানুষটিকে একটি লাল গোলাপ দিতে শররের অনেক ফুলের দোকানগুলোতে শনিবার দেখাগেছে অনেক প্রেমিক কে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*