আগরতলা, ০৮ ফেব্রুয়ারী ।। রামঠাকুর কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শনিবার। ঐদিন সকাল ৯টা ৩০ মিনিটে বাধারঘাটস্থিত দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেসে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী সহিদ চৌধুরী। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ দেবব্রত গোস্বামী, অন্যান্য অধ্যক্ষ, সহকারী অধ্যক্ষ, কলেজের অফিস স্টাফ সহ ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। কলেজের অধ্যক্ষ দেবব্রত গোস্বামী জানায়, এটিই রামঠাকুর কলেজের উদ্যোগে প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল, এখন থেকে প্রতি বছরই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান করবে কলেজের উদ্যোগে।