রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত আরও ৪১৪ জন, জারি প্রশাসনিক নতুন নির্দেশিকা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই || গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪১৪ জন। শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক বুলেটিনে জানা যায়, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৪,০২২ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। যার মধ্যে ৭৩ জনের আর টি পি সে আর এবং ৩,৯৪৯ জনের র‍্যাট পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ৪১৪ জনের রিপোর্ট পজেটিভ আসে৷
এদিন রাজ্যে পজেটিভিটি রেট ছিল ১০.২৯ শতাংশ। এদিন রাজ্যে করোনা রোগী সুস্থ হয়ে উঠে ২৩২ জন। এদিন রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা শূন্য।
জানা যায়, এদিন রাজ্যে আক্রান্ত হওয়া ৪১৪ জনের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় আক্রান্ত ১৩৭ জন, সিপাহীজলায় ২১, গোমতী জেলায় ৪২, উত্তর ত্রিপুরা জেলায় ৪৬, খোয়াই জেলায় ১২, ঊণকোটি জেলায় ৩২, ধলাই জেলায় ৪০ এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ৮৪ জন।
রাজ্যে মোট করোনা আক্রান্ত রোগী চিকিৎসারত অবস্থায় আছেন ২,২৫২ জন। এখনো পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,০৪,০৬৬ জন। এখনো পর্যন্ত রাজ্যে মোট ১,০০,৮২৪ জন সুস্থ হয়ে উঠেন। রাজ্যে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয় ৯২১ জনের।

এদিকে শুক্রবার থেকে রাজ্য প্রশাসনের তরফে জারি করা নির্দেশিকা কার্যকরী হয়। নির্দেশিকায় বলা হয়েছে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক। মাস্ক পরিধান না করলে প্রথম পর্যায়ে দুই শতাধিক টাকা জরিমানা করা হবে। পাশাপাশি রাজ্যের শপিং মল, সিনেমা হল, বাজার হাট সহ বিভিন্ন জনবহুল এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক জমায়েত এগুলি এড়িয়ে চলার জন্য সকলকে আহ্বান জানানো হয় রাজ্য সরকারের তরফে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*