আগরতলা, ০৮ ফেব্রুয়ারী ।। দিন দিন একের পর এক অপরাধ বেড়েই চলছে রাজধানী সহ গোটা রাজ্যে। রবিবার, সকালে কৈলাশহরের রাস্তায় দুই ব্যাক্তির মৃতদেহ পরে থাকতে দেখতে পায় এলাকার লোকজন। ঘটনার খবর পেয়ে আরক্ষা বাহিনী সহ নব নিযুক্ত কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা ঘটনাস্থলে ছুটে যায়। জানাযায়, মৃত দুই ব্যাক্তির নাম কালিকাপুরের অঞ্জন দে এবং কাজিরগাও এর পল্লব নাথ। পুলিশ এমর্মে তদন্ত করছে, কিন্তু কে বা কারা, কি কারনে তাদের খুন করে পালিয়েছে এ ব্যাপারে কিছুই জানাযায়নি। এই খুনকে কেন্দ্র করে কংগ্রেসের তরফে সোমবার কৈলাশহরে ১২ ঘন্টার বন্ধ ডাক দিয়েছে। কৈলাশহরে দুই যুবকের খুনের ঘটনার প্রতিবাদে কংগ্রেস ১২ ঘন্টার বনধের আহবানের পাশাপাশি CPI(M) –র পক্ষে নিরপেক্ষ তদন্তের স্বার্থে বনধের বন্ধের ডাক দিয়েছে।