কুকুরের জন্য শুটিং ছাড়লেন সালমান

slmতারায়-তারায় ডেস্ক ।। বলিউডের রাজপুত্র সালমান খানের হৃদয় মহৎ মানুষের হৃদয় যা, সেরকম। তিনি বেশ পশুপ্রেমিক। তার পশুপ্রেমের চমৎকার এক নমুনা পাওয়া গেল সম্প্রতি। কবির খানের পরিচালনায় রাজস্থানে বজরঙ্গি ভাইজানের শ্যুটিং চলছিল।
হঠাৎ সালমান জানতে পারেন তার কুকুর স্যান্ডি ভীষণ অসুস্থ। আর দেরি না করেই তিনি চলে আসেন মুম্বাই। সারাদিন কাটিয়ে দেন প্রিয় কুকুরের সঙ্গে। এরপর সন্ধ্যায় ফিরে যান রাজস্থানে।
স্যান্ডির আগে সালমানের মাইসন ও মাইজান নামে দুটি কুকুর ছিল। ২০০৯ সালে দুটি কুকুর মারা যায়। শোনা যায়, সালমান তার প্রযোজিত প্রথম চলচ্চিত্র চিল্লার পার্টি তার কুকুরদের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন।
২০১১ সালে সালমান পোষা প্রাণীদের ওপর অত্যাচার বন্ধ করার জন্য সচেতনতা বাড়াতে একটি পশুকল্যাণ সংস্থাকে তার দুই কুকুরের সাথে তোলা ছবি দান করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*