স্পোর্টস ডেস্ক ।। পাকিস্তান ও ভারতের ম্যাচ শুরু হওয়ার আগেই যা হচ্ছে তা রীতিমত অবাককর। একটি ম্যাচকে ঘিরে যত আগ্রহ তাতো গোটা টুর্নামেন্ট নিয়েও কেউ লক্ষ্য করে নি।
বিশ্বকাপের অলংকার যেন ভারত ও পাকিস্তান। মাত্র ১২ মিটিটে ম্যাচের সব টিকিট শেষ হওয়ায় এর আগেই আইসিসির রেকর্ডে নথিবদ্ধ হয়েছে এই ম্যাচ।
এবার অ্যাডিলেডের ট্যাক্সিচালকদের কাণ্ড হয়তো দেখতে যাচ্ছে বিশ্ব। এ দুই দেশের লড়াইয়ে সেই দিনই ট্যাক্সি-হীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে অ্যাডিলেডে।
না কোনও ধর্মঘট নয়, ট্যাক্সি কার্যত অমিল থাকার নেপথ্যে রয়েছে বিশ্বকাপের ম্যাচ! জানা গিয়েছে, ওই দিন ট্যাক্সিচালকেরা একদিনের জন্য কাজ ভুলে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। অ্যাডিলেডের ৬০ থেকে ৭০ শতাংশ ট্যাক্সিচালক ভারতীয় বংশোদ্ভূত।
তারা অ্যাসোসিয়েশনের কাছে একদিনের জন্য গণছুটির আবেদন করেছেন বলে জানা গিয়েছে। তাদের একমাত্র লক্ষ্য, দিনভর ভারত-পাক ম্যাচ উপভোগ করা। প্রায় সকল চালকরাই এ সিদ্ধান্তে। তখন মানুষের কি হবে? এ প্রশ্নই দেখা দিচ্ছে শহরজুড়ে।
এক ট্যাক্সিচালক জানিয়েছেন, ২০ ডলারের টিকিটের মূল্য কালোবাজারে ২০০ ডলারে বিক্রি হচ্ছে। ফলে, সবাই মাঠে যে উপস্থিত থাকতে পারবেন, তা নয়। আর যারা পারবেন না, তারা কাজ বন্ধ রেখে বাইরে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখবেন বলেও জানান ওই ট্যাক্সিচালক।