জাতীয় ডেস্ক ।। জনতা দল ইউনাইটেড (জেডিইউ) বিহারের মুখ্যমন্ত্রী জিতন রাম মাঁজিকে দল থেকে বহিষ্কার করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোমবার এ বহিষ্কারাদেশ দেয়া হয়।
গত বছরের লোকসভা নির্বাচনে খারাপ ফলাফলের পর বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান নীতিশ কুমার । ওই পদে দলের দলিত নেতা জিতনরাম মাজিঁকে বসানো হয়। এর পর থেকে মাঁজির নানা সিদ্ধান্ত নীতিশের সঙ্গে তাঁর দূরত্ব বাড়িয়ে দেয়। সম্প্রতি দুজনের দ্বন্দ্ব চরমে ওঠে। শনিবার বিহার পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করেন মাঁজি। চল্লিশ মিনিটের ওই বৈঠক শেষে মাঁজি বলেছিলেন, ‘আমিই মুখ্যমন্ত্রী এবং যতক্ষণ সংসদীয় দল সিদ্ধান্ত না নেয় ততক্ষণ আমি ক্ষমতায় থাকবো।’
এতেই ক্ষিপ্ত হয় জেডিইউ। দল বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সোমবার তাকে বহিষ্কার করা হয়।
মাঁজির পরিবর্তে মুখ্যমন্ত্রী পদের জন্য নীতীশ কুমারের বিষয়ে কথা বলতে আগামিকাল রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করতে যাচ্ছে জেডিইউ নেতারা।
জেডিইউ নেতা কেসি তায়াগি বলেছেন,`বিহার সংকটের চিত্রনাট্য দিল্লিতে লেখা হয়েছে। অপারেশন জিতন রাম মাঁজি বিজেপি প্রধান অমিত শাহ পরিকল্পনা এবং প্রধানমন্ত্রী মোদীর আর্শিবাদপুষ্ট। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর গতকাল মাঁজি যে সুরে কথা বলেছেন তা কোন সংখ্যালঘু মুখ্যমন্ত্রীর সুর হতে পারে না।